bdupdates.org

বাংলাদেশের সংকলিত সব আপডেট

আয়নাঘর গল্প – ২

একবার রমজানে এক অফিসার আমার সামনে বসে সিগারেট খাচ্ছে। অথচ একটু আগে তার বউয়ের সাথে কথোপকথনে বুঝলাম যে, সে রোজা এরকমটাই তার বউ জানে।

এই সিগারেট খাওয়াটা দেখিয়ে, আরেক অফিসার আমাকে বলছে, এই বলো তো, স্যার কি জান্নাতে যাবে? তার ধারণা আমি এখনই তাকফির করবো, তারপর তারা আমার উপর চড়াও হবে।

আমি বললাম, দেখুন আমি নিজেই জান্নাতে যাবো কিনা সিউর না। ওনার কথা আমি বলতে পারছি না। তাও বিভিন্ন প্রশ্নে আমাকে ছাড়তে চায় না তারা। প্রথম প্রথম উত্তর দেয়ার চেষ্টা করতাম। পরে বুঝলাম এরা জাস্ট মজা করছে, আমাকে ট্রিগার্ড করার চেষ্টা করছে।

একটা আছে খুব বদমাইশ। এত মোডার মোডা, গুলি করলেও মেবি ওর চর্বি ভেদ করে পেটে ঢুকবে না। সারাদি জামার মধ্যে হাসিনার দেয়া পদক লাগায় রাখে, ছবি লাগায়া রাখে। এর ব্যাপারে শুনেছি সে ক্রসফায়ার দেয়ার পর, লাশের সাথে খুব বেয়াদবী করতো। লাশকে পাড়তো। এর কুকীর্তি বলে শেষ করতে পারবো না।

তো এই ব্যক্তি সারাদিন অনলাইনে শিয়া আর আহলে কুরআনদের বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন জিনিস পড়ে আর সেগুলো নিয়ে আহলুস সুন্নাহ তথা ইসলামের বিভিন্ন জিনিসের উপর কটু মন্তব্য করে। সাহাবীদের নিয়ে খলিফাদের নিয়ে আমার সমানে এরা অনেক বাজে কথা বলসে।

এই বদমাইশ সারাদিন আরেকটা কাজ করে, বসে বসে হেডফোন লাগিয়ে মেয়েদের ফোন রেকর্ডিং শুনে। এটা আমি নিজে আঁচ করেছি, আরো একজন বলেছে যে, হ্যাঁ এরকমই বিষয়টা।

আর প্রহরী একটা ছিল হিন্দু। ফোন আনা নিষেধ হলেও ফোন আনতো, আর বিভিন্ন মহিলাদের সাথে পরকিয়া করতো, তাও আবার মুসলিম মহিলা। আমরা গুম অবস্থায় ওরা লিলাখেলার আলাপ কানে শুনতে পেতাম। কি কষ্টকর অভিজ্ঞতা!

এ আবার সাথে ইসলাম নিয়ে ওয়াজ করতো। ঘুমাতে দেখলে চিল্লাচিল্লি করতো। তার কথা হল, আমরা এত আরামের ঘুম কেমনে ঘুমাই! আমাদের নাকি কান্নাকাটি করা উচিত! আমাদের চোখে-মুখে দুশ্চিন্তা না দেখতে পেয়ে সে ফ্রাস্ট্রেশনে ভুগতো, তাকে কত কষ্ট করে পাহারা দিতে হয় দিনে ১২ ঘন্টা করে সপ্তাহে অন্তত ৩-৪ বার। তাকেও তো কিছু সময় সেই গুমের মত করেই কাটাতে হচ্ছে!!

__
Bearded Bengali

আয়নাঘর গল্প – ২
Scroll to top