নির্যাতনের গল্প – ২ (ইকবাল)
বাবা সেনাবাহিনী থেকে অবসরের পর পুরো পরিবারকে যে বুকে আগলে রাখতে চেয়েছিলাম, সেই বুকে তন্ময়ের সিগারেটের ছ্যাঁকায় আমি আমার পরিবারের স্বপ্নগুলোর পোড়া গন্ধ পাচ্ছিলাম। কেবলই মনে হচ্ছিল আমি আর বেঁচে ফিরতে পারব না। আমার সাথে আমার দিকে চেয়ে থাকা পুরো পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটবে। ঠিক কী কারণে আমাকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল, স্বর্গের মতো […]