আয়নাঘর গল্প – ৪
গুমে থাকতে তিন বেলায় খুব বাজে দূর্গন্ধ যুক্ত বাটিতে পঁচা খাবার দেয়া হত। মনে হত কেউ খেয়ে মাখিয়ে আমাদের দিয়েছে। প্রথম প্রথম খেতে পারতাম না। পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলাবুট দেয়। মাঝে মাঝে সাথে একটা পেয়েজু বা অন্য কিছু থাকে। আর সকালের খাবারের বদলে রাতেই দুইটা রুটি দেয়। তাই […]